লিখে দেবো লিখে দেবো লিখে দেবো
লিখে দেবো লিখে দেবো লিখে দেবো
প্রিয়তমা তোমার নামে
এ জীবন তোমার নামে

দুনিয়া অবাক চোখে
দেখে যাও আজ আমাকে
দেউলিয়া একটা পাগল
সব দিলো প্রেমের নামে

যেখানেই তুমি যাবে
সেখানে আমায় পাবে
আমি আছি ছড়িয়ে তোমার
আগে পিছু ডাইনে বায়ে

————————
বাপ্পী লাহিড়ী, পুলক বন্দ্যোপাধ্যায় (?)<

Super User