আমার চোখের নিচে কবেকার ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
সাবধান, এটা মনে পড়ার গান
সাবধান, এটা মনে পড়ার গান

তোমার প্রেমের শব্দমালা
চাইছি বলে ভাঙছি তালা
তুমিও ভাঙছো মাঝে মাঝে
আয়না দেখছো অন্য সাজে
তোমার পদক্ষেপে নেশাতুর ছন্দ
শহরে ছড়িয়ে যায় রক্তের গন্ধ
আগুন জ্বলছে, পুড়ছে সব্বাই
সাক্ষী আমরা রাখছি না তাই
রাস্তাগুলো বিপদ্গামী
তাও মরতে ভুলে যাচ্ছি আমি
মেসেজ ফিরে আসে আমাদের মধ্যে
মৃত্যুর ডানা মেলে শহরের পদ্যে।

——————-
শিরোনামঃ মনে পড়ার গান (Mone Porar Gan)
শিল্পীঃ সোমলতা আচার্য্য চৌধুরী
কথাঃ অনুপম রায়
সঙ্গীতঃ অনুপম রায়
মুভি অ্যালবামঃ চতুষ্কোণ (২০১৪)<

Super User