তোমরা যতই আঘাত করো
নেইকো অপমান
শুধু আমায় দাওগো সুযোগ
শোনাতে এ গান

আমার গুরুর নামে আমি
করছি শপথ ভাই
শুধু যে চাই গান শোনাতে
আর কিছু না চাই
ব্যথার ডালি বক্ষে ধরি
গরল করি পান

নাম না জানা অনেক ফুলই
পথের ধারে ফোটে
জীবনটা যায় ঝরে ঝরে
ফুলদানি না জোটে
দু’পায়েতে মাড়িয়ে গেলেও
নেই যে অভিমান

——————-
শিল্পঃ কিশোর কুমার
চলচ্চিত্রঃ গুরু দক্ষিণা<

Super User