পিরিতে কইরাছে কলংকিনি সজনিগো
পিরিতে কইরাছে কলংকিনি।।
( সজনি গো )
কারেবা বলিবো কি যেদিকে ঘুরাই আখিঁ
খাচার পাখি মারে উকি ঝুকি।
আমি আর কত ছাপাইয়া রাখি গো
আমার সাধের যৌবন খানি।।

আমায় ছেরে মথুরায়, কার ঘরে সে রাত কাটায়,
কে এমন সুন্দর গোয়ালিনি।
সেকি আমার মত কুলো বধু গো
নাকি নইদা কুল নাসিনি।।

ভংগ করে রংগের খেলা কেউ যাবিনা কদম তলা,
কেউ সুনবিনা কালার বাসির ধ্বনি।
আমি গানে গানে বলে গেলাম গো
মাতাল রাজ্জাকের কাহিনি।।

—————-
রাজ্জাক দেওয়ান<

Super User