নূর অংশ মোর এই দেহেতে
কোন খানে আছে
শুনি নূরেতে নূর মিশাইয়া

দেশের সকল অঙ্গ আমার
আপন আপনি নামে প্রচার
নূর নামে কোন বস্তু গো তার
কোথায় মিশেছে।।

কেউ বলে নূর দীপ্তকারময়
দীপ্ত হয়েই সৰ্ব্বদা রয়
নুরোতেই নূরের আশ্রয়
আমার আধার যায় কিসে।।

এইবার যদি নূর না চিনি
জন্ম মৃত্যু কেবল হয়রানি
বল মুর্শিদ গুণমণি
মকছেদের ঘোর যাক ঘুঁচে।।

———
মোকসেদ আলী সাঁই<

Super User