দুহাত তুলে দয়া মাগে
পাগলা কানাই মিসকিনে
দেরে মুর্শিদ দেখা দে একবার।।

তোরি দেখা পাবার তরে
অধম পাগল কেন্দে মরে
কত যে পাপ করছে কানাই
নাহি কো তাহার সমান।।

আমার আমার কইরা সদাই
ফতুর হইছে পাগলা কানাই
এখন সব খোয়াইয়া চারিদিকে
দেখি যে ঘোর অন্ধকার।।

কসম লাগি হে দরদী
তোরি দেখা না পাই যদি
এ ছাড় জীবন পাগলা কানাই
রাখবে না কিছুতে আর।।

———-
পাগলা কানাই<

Super User