দেহের কেবা মরে কে অমর।
দরবেশ হাও কও দেহের খবর।।
আব-আতশ-খাক-বাতে যখন, করেছে এই দেহের পত্তন
তাহার মাঝে কোন মহাজন, তিন তারে নিচ্ছে খবর।।
এক বিন্দু মনি হতে, দেহের গঠন হল তাইতে
এহার দোষী মনি কোন জায়গাতে
গঠন কেমন রঙ কি তার।।
কেহ যাবে স্বৰ্গে চলে, কাকে কে নরকে দিলে
নসর বলে বল খুলে, করে দেও সূক্ষ্ম বিচার।।<
দেহের কেবা মরে কে অমর
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 53