https://www.youtube.com/watch?v=AFE-ktr1cAw

সেই দুটি চোখ কোথায় তোমার
যেই দুটি চোখ দিয়ে
প্রথম আমারে তুমি দেখেছ
সেই দুটি হাত কোথায় তোমার
যেই দুটি হাত দিয়ে
ইশারাতে তুমি কত ডেকেছ

রেখেছিলে তুমি হাত এই হাতে
ঘুরেছি দুজনে জোছনা রাতে
ভুলে কি গেছ তুমি সেই কথাটি
যে কথাটি চুপি চুপি কানে কানে বলেছ

চোখে তুমি স্বপ্ন এঁকে কত রাখতে
বকুলের মালা কত গেঁথে তুমি রাখতে
মনে কি পড়ে না সেই ফুলে ভরা পথটি
যেই পথ দিয়ে তুমি হাত ধরে কত আমার চলেছ

———–
মনি কিশোর<

Super User