আমি তোমারই ছিলাম
তোমারই আছি
থাকবো চিরদিন
যেখানেই থাকি যতদূরে…

তোমায় আমি বেসেছি ভালো
তুমি আমার নয়নের আলো
প্রদীপ হয়ে জ্বলো
মনের গভীরে…

তুমি আমার আমি যে তোমার
বুঝে নিয়ো কে যে তুমি আমার
সুখ হয়ে আছো
আমার অন্তরে…

—————-
মনি কিশোর<

Super User