অভয় পদে প্রাণ সঁপেছি৷
আমি আর কি যমের ভয় রেখেছি৷৷
কালী নাম কল্পতরু হদৃয়ে রোপণ করেছি৷
আমি দেহ বেচে ভবের হাটে দুর্গানাম কিনে এনেছি৷৷
দেহের মধ্যে ছজন কুজন তাদের হরে দূর করেছি৷
এবার শম্ন এলে হদৃয় খুলে, দেখাব তাই বসে আছি৷৷
কালীনাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি৷
রামপ্রসাদ বলে দুর্গা বলে, যাত্রা করে বসে আছি৷৷
অভয় পদে প্রাণ সঁপেছি
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 121