আগের জনমে তুমি ছিলে আমার
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়

সেই চোখ আর এই চোখ
যেন আগের মতো হাসে
ভুলে গেছ তুমি মনে রাখোনি আমায়
ভুলে গেছ তুমি

সেই মন আর এই মন
যেন আগের মতই উচ্ছল
চলে গেছ তুমি ফিরে আসো নি আবার
চলে গেছ তুমি

আগের জনমে তুমি ছিলে আমার
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়

—————-
ফিলিংস
স্টেশন রোড়<

Super User