অকুল অন্ধকার
ঝাঁপ দেই সব ভুলে
ডুবে যাই নিমিষেই
নিমিষেই।।
জানি ডুবে যেতে যেতে
মিলিয়ে যাবে
যতো পুরোনো ফাঁদ
তুমি বুনে রেখেছিলে
শুন্য হবে আমার অপরাধ
একান্ত আমার
পুরোনো গন্ধটাও
মিলিয়ে যাবে
হরিয়ে যাবে গায়েবী শোকে।
গল্পের কড়িকাঠে
তুমি জন্ম দেবে
অন্য আমাকে
অন্য আমাকে আর আমি
ডুবে যেতে যেতে যেতে
হবো আপন
আরো আপন আরো আপন।

——————–
সুর, সংগীত ও কণ্ঠঃ আইয়ুব বাচ্চু
কথাঃ নিয়াজ আহমেদ আংশু
এ্যালবাম: সময়(১৯৯৯)<

Super User