আজ এই মেঘে ঢাকা রাত
আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি
আধারে সে তো চলে যায় নীরবে কাঁদি।
স্মৃতিগুলো ডেকে যায় আজ আমারে কাঁদায়
দোষগুলো শুধুই কি আমার।

বলো কি বা অপরাধ
আমি ভেংগে দেবো আজ সবই

ফিরে এসো আহত হদয়ে
চাই ফিরে সেদিন, কোথায় তুমি হারালে।
নিঝুম রাতে তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়।

আজও পথ চেয়ে রই আসবেই ফিরে
রেখেছি সব আদর আমার তোমারই তরে।

আজ এই মেঘে ঢাকা রাত স্তব্ধতায় ভাবি
আধারে সে তো চলে যায় নীরবে কাঁদি।
স্মৃতিগুলো ডেকে যায় আজ আমারে কাঁদায়
দোষগুলো শুধুই কি আমার।

বলো কি বা অপরাধ
আমি ভেংগে দেবো আজ সবই..

ফিরে এসো আহত হদয়ে
চাই ফিরে সেদিন,কোথায় তুমি হারালে।
নিঝুম রাতে তুমিও কি ভাবছো
আমারই মত একাকী জানালায়।

ফিরে এসো…

———–
হাসান<

Super User