তোমাকে চাই আমি আরো কাছে
তোমাকে বলার অনেক কথা আছে
আমি বলতে পারি না মুখে তওবা তওবা
দিলে জখম হলো উহু আহা
একি শরম লাগে লাগে উহু আহা

যদি জানাজানি হয় ভালবাসা
কেমন করে হবে মেলামেশা
মনে জাগে শুধু ভয়
যদি বেশী কিছু হয়
আমি চাইতে পারিনা চোখে তওবা তওবা
দিলে জখম হলো উহু আহা
একি শরম এলো উহু আহা

তুমি দূরে গেলে হায় বাড়ে জ্বালা
কাছে এলে করো একি খেলা

————
রুনা লায়লা
ছায়াছবি: নসিব<

Super User