তুমি আনন্দ আশ্রম আমার মনের
তুমি অভিনন্দন চির জনমের

তুমি ভোরের আকাশ ঝর্ণাধারা
তুমি বুকের আঙিনায় কৃষ্ণচূঁড়া
তুমি সুখ-স্বপ্ন এই জীবনের
আমার মনের…

তুমি আশার আলো ভাবনা ……(?)
তুমি বাঁধন আমার …..(?)
আমরা সাথী হব শেষ মরণে
আমার প্রেমে…

—————
কুমার বিশ্বজিত<

Super User