আমার শ্যাম সুখ পাখি গো
ধইরাদে ধইরাদে।
পাখি দেয় না ধরা, কয়না বুলি, কয় না কথা গো
ধইরাদে ধইরাদে।।
কত দুগ্ধ কলা খাওয়াইলাম
কি যতনে পুষিলাম আমি পুষিলাম গো।
তবু পাখি দিয়া ফাঁকি
উইড়া বেড়ায় ডালে ডালে গো
ধইরাদে ধইরাদে।।
পাখির প্রেমে জীবন-যৌবন
উকিল মুনশি দেয় বিসর্জন গো
পাখি পাশে থাকে, মাথায় বসে
ধরতে গেলে যায় দরে।।<
আমার শ্যাম সুখ পাখি গো ধইরাদে ধইরাদে
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 175