আমি যে দেখেছি সেই দেশ
দেশ উজ্জ্বল সূর্য রঙীন।

আমি যে দেখেছি তাকে
শত ফুল বাগিচায়
পূবের বাতাসে কি
সুবাস বয়ে যায়।
ভ্রমরের গুঞ্জনে শুনেছি প্রকাশ
বিষাক্ত আগাছা হবে বিলীন।।

(অন্য ভাবে)
আমি যে দেখেছি সেই দেশ
দেশ উজ্জ্বল সূর্য রঙীন।

দেখেছি তাকে যে শত ফুল বাগিচায়
পূবালী বাতাসে কি সুবাস ছড়ায়।
ভ্রমরের গুঞ্জনে শুনেছি প্রকাশ
বিষাক্ত আগাছা হয়েছে বিলীন।।

Super User