আগুনের দিন শেষ হবে একদিন
ঝরনার পাশে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চল যায়
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন
হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোৎস্নায় নীল হবে অমনি
সেই আলোর পথ ধরে চলবে
সে যাত্রায় কেন হায়
ভয় হয় নিশিদিন
জোনাকীর গান বুঝি থামল
চাঁদনীতে লুকালো আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দুটি হাত বাড়ালে
এ ভূবন যে নূতন
এ স্বপন চিরদিন
————
শিল্পী: কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি
মুভি: আমি সেই মেয়ে
http://www.youtube.com/watch?v=lp9jU2K6E64<