আমি অনেক ব্যথার শ্রাবণ পেরিয়ে
এসেছি তোমার কাছে
গানের ফাগুন এখনো আছে
দিওনা আমায় ফিরিয়ে

কতবার আমি ফিরে চলে গেছি
হাসিমুখে কত ব্যথা ভুলে গেছি
রয়েছি তোমারি জীবনে মরনে
তোমারি স্বপ্ন নিয়ে

কতবার কত গান থেমে গেছে
কতনা আশার ফুল ঝরে গেছে
গেঁথে গেছি আমি ব্যথারই শ্রাবণে
মনটা তোমাকে দিয়ে

——————-
তপন চৌধুরী<

Super User