আমার গল্প শুনে
কারো চোঁখের করুণা জল
যদি নিয়ে আসে
ভীষণ দুঃখ পাবো
আমি তো রয়েছি শোকে
এক বুক বেদনা নিয়ে

দুঃখ আমার কন্ঠেরও মণিহার
চাইলেও কেউ পারবেনা ছিঁড়তে
হৃদয়ের সাথে হৃদয়ের মতো
বাঁধা যে কঠিন বাঁধনে

ফুলেরই মালা নয়নের জল শুধু
সান্ত্বনা নয় বেদনাই বাড়াবে
মূত্যু আমার ছায়ারই মতো
দেয় যাতনা সারাক্ষণ

——————
তপন চৌধুরী<

Super User