আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে

আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরান বান্ধিবি কেমনে

আমি না গেলাম যমুনার ঘাটে
না তুলিলাম জল
না হেরিলাম তারে সখী
না হইলাম চঞ্চল
আমি না গেলাম যমুনার ঘাটে
না তুলিলাম জল
না হেরিলাম তারে সখী
না হইলাম চঞ্চল

আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি
অনুরাগ বান্ধিবি কেমনে

আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কেরই জ্বালা
না হয় হইলো সে মোরই অঙ্গেরই মালা
আমি না দিলাম কুলিতে কালি কলঙ্কেরই জ্বালা
না হয় হইলো সে মোরই অঙ্গেরই মালা

গীতিকার – ?
সুরকার – ?

Super User