Byatha Lage Lyrics by Anupam Roy :Byatha Lage Song Is Sung by Anupam Roy from Ebar Morle Gachh Hawbo Bengali Album. Betha Lage Lyrics In Bengali Written by Tilottama Majumder And Music Composed by Upal Sengupta.Song : Byatha LageAlbum Name : Ebar Morle Gachh Habo (2017)Singer : Anupam RoyMusic : Upal SenguptaLyrics : Tilottama MajumderArranged & programmed : Shamik ChakrabortyBand Name : The Anupam Roy BandProduced by : Windows and Probhat RoyMusic Label : Windows MusicByatha Lage Song Lyrics In Bengali :একা মাঝরাতে জোছনা আঘাতে ব্যথা লাগেতুই কত দূরে ভূতে আঁচড়ায় একা ঘরেব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে।।পাশের বালিশে তোর মুখ ছিল সেই চাঁদের কণাটি,আজ একা রাতে নিশি ডাকেচারপায়ে হাঁটি। ভয়ের স্বপ্ন পিঠে চড়েভূতে আঁচড়ায় একা ঘরেব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগেব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে। একা মাঝরাতে জোছনা আঘাতে ব্যথা লাগেতুই কত দূরে ভূতে আঁচড়ায় একা ঘরেব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে।।একাকী জোনাকি উড়ে উড়ে জ্বালে নীল আলোসেও কি আমার মতোচাঁদের জোনাক পোকা, ভেসেছিল ভাল। ভালোবেসে উড়ে জ্বলে মরে ভূতে আঁচড়ায় একা ঘরেব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগেব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে।একা মাঝরাতে জোছনা আঘাতে ব্যথা লাগেতুই কত দূরে ভূতে আঁচড়ায় একা ঘরেব্যাথা লাগে, ব্যাথা লাগে, ব্যাথা লাগে।। ব্যথা লাগে লিরিক্স - তিলোত্তমা মজুমদার :Eka maajhraate jochona aghateByatha LageTui koto dure bhute anchrayEka ghore, betha laage,beytha lage, betha lageyPasher balishe tor mukh chilosei chander kona-tiAaj eka raate nishi daakechaar paaye haatiBhoy er swapno pithey choreyBhute anchray eka ghoreybetha lage, beytha laageEkaki jonaki urey urey jwale neel aaloSe o ki amar motochander jonak poka veshechilo bhaloBhalobeshe urey jole moreBhute achray eka ghorebetha laage, beytha lage, betha lagey

Super User