Chol Palai Lyrics. The Song Is Sung by Asif Akbar And Papri Bangla Song 2019. Featuring: Payel Mukherjee. O ruper maiya chol duijone palai Song Lyrics in Bangla written by Mahmud Jewel.

Song: Chol Palai (চল পালাই)
Singer: Asif Akbar & Papri
Lyrics & Tune: Mahmud Jewel
Composition: JK Majlish
Rap: Slim Kidd
Label : Dhruba Music Station


Chol Palai Lyrics :
ও মাইয়া রূপের মাইয়া চল, চল দুজনে পালাই।
ও মাইয়া রূপের মাইয়া চল, চল দুজনে হারাই। (x2)

কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর ?
ভালোবাইসা আমায় যদি করো পর
কইসে গুরুজনে, কইসে কানে কানে
এমন বয়সে আমার প্রেম পিরিতির দরকার নাই।

ও ও রূপের মাইয়া চল, চল দুজনে পালাই
না না প্রেমের দরকার নাই
ও মাইয়া রূপের মাইয়া চল, চল দুজনে হারাই
না না না প্রেমের দরকার নাই, নাই
ও মাইয়া রূপের মাইয়া চল, চল দুজনে পালাই
না না প্রেমের দরকার নাই
ও মাইয়া রূপের মাইয়া চল, চল দুজনে হারাই।

কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর ?
ভালোবাইসা আমায় যদি করো পর
কইসে গুরুজনে, কইসে কানে কানে
এমন বয়সে আমার প্রেমের দরকার নাই, নাই।

ও ও রূপের মাইয়া চল, চল দুজনে পালাই
না না প্রেমের দরকার নাই
ও মাইয়া রূপের মাইয়া চল, চল দুজনে হারাই
না না না প্রেমের দরকার নাই, নাই।

যেদিন আমি দেখছি তোমার ঘন কালো চুল
সেদিন হয়ে গেলো আমার মস্ত বড় ভুল ২
হে দিওয়ানা আনাগোনা করলো শুরু মন
তোমার কাজল চোখের মায়ায় পড়লাম রে যখন।

না নয় আছে গুরুজনের মণ
পিরিতি নাকি সবার সয় না
ভালোবাসার আগুনে হইতে চাইনা পুড়ে ছাই।

ও ও ও মাইয়া চল, চল দুজনে পালাই
না না প্রেমের দরকার নাই
ও মাইয়া রূপের মাইয়া চল, চল দুজনে হারাই
না না না প্রেমের দরকার নাই, নাই
ও মাইয়া রূপের মাইয়া চল, চল দুজনে পালাই।
ও ও রূপের মাইয়া চল, চল দুজনে হারাই
না না না প্রেমের দরকার নাই, নাই।

তোমার স্বপ্নেরই বোরখাকে দিনে দেখি চাঁদ
বাধা পড়ছে তোমার মনে আমার এ পরান
নয়ন ভোরে দেখতে চাইরে তোমায় সারাক্ষন
তোমায় নিয়ে উড়ান দিতে চায় রে আমার মন
না না পিরিতি বাড়ায় মন যন্ত্রনা,
বাড়ায় রে দমে রে বেদনা
প্রেম সাগরে হাবুডুবু খাইতে রাজি নাই।

ও ও রূপের মাইয়া চল, চল দুজনে পালাই
না না প্রেমের দরকার নাই
ও ও ও ও মাইয়া চল দুজনে হারাই
না না না প্রেমের দরকার নাই, নাই
ও মাইয়া রূপের মাইয়া চল, চল দুজনে পালাই
না না প্রেমের দরকার নাই
ও মাইয়া রূপের মাইয়া চল, চল দুজনে হারাই
না না না প্রেমের দরকার নাই, নাই।

O Maiya ruper maiya chol chol duijone palai
O Maiya ruper maiya chol chol duijone harai

Kothay tomar bari kothay tomar ghor ?
Valobaisha amay jodi koro por
Koise gurujone, koise kane kane
Emon boyose amar prem piritir dorkar nai
O O ruper maiya chol chol duijone palai
Na na premer dorkar nai
O Maiya ruper maiya chol chol duijone harai
Na na na premer dorkar nai, nai
O Maiya ruper maiya chol chol duijone palai
Na na premer dorkar nai
O Maiya ruper maiya chol chol duijone harai
Na na na premer dorkar nai, nai

News About Chol Palai Bengali Song Lyrics

Super User