ও.. ও.. ও..

গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী,
গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী,
মাখন চুরি করুক গোপাল
মাখন চুরি করুক গোপাল,
চুরি করে খাক্ ননী ..
গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী ..
ছেড়ে দে মা জননী।। 
 
ও যশোদা মা .. 
ও যশোদা মা ..
ওর ছেলে বেলা চলে গেলে 
আর তো পাবিনা ..
আর তো পাবি না,
ওর ছেলে বেলা চলে গেলে 
আর তো পাবিনা,
দইয়ের হাঁড়ি ভেঙ্গে ফেলে
খেলুক কোন নীলমনি .. 
গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী ..
ছেড়ে দে মা জননী।। 
 
দেখ মুখে চোখে দই মেখে 
তাকিয়ে আছে কিভাবে,
কিছু যেন জানেনা সে
শান্ত সে কত স্বভাবে,
শান্ত সে কত স্বভাবে।
 
ও যশোদা মা .. 
ও যশোদা মা ..
ওই দুষ্টুটা কে সাজা দিয়ে 
লুকিয়ে কাঁদিস না ..
লুকিয়ে কাঁদিস না,
ওই দুষ্টুটা কে সাজা দিয়ে 
লুকিয়ে কাঁদিস না,
করবি কিরে মা বলে সে ডাকে যদি এখনি ..
 
গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী,
মাখন চুরি করুক গোপাল
মাখন চুরি করুক গোপাল,
চুরি করে খাক্ ননী ..
গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী ..
ছেড়ে দে মা জননী।। 

 

Super User