HIN LYRICS – Ashes Bangla Band
- Details
- Super User
- লিরিক্স
- Category: বিবিধ লিরিক্স
- Read Time: 1 min
- Hits: 214
Hin Lyrics In Bangla :
Album: the 69
Lyrics & Tune: Zunayed Evan
Video Edited by: Joy Mahmud (Explosion pullers)
Mixed and Mastered by: Sultan Rafsan Khan
চলো হারিয়ে হারিয়ে যাবো
আনন্দ ধারায়
আর একবার চলো ছুটে যাই
আঁধার রং এর আলোয়
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি
অন্ধকারে পুড়ে যায় এ মন
ফিরে আসো এই তোমাতে
কি হবে ভিজিয়ে কান্না আজ বৃষ্টিতে
যদি না ভেজাও এ মন
চোখ গুলো মেঘ হয়ে যায়
সারি সারি মেঘ, সাদা ঘুড়িটা
ঝরে যায় বৃষ্টির ধারায় (x2)
চলো হারিয়ে হারিয়ে যাবো
আনন্দ ধারায়
আর একবার চলো ছুটে যাই
আঁধার রং এর আলোয়
ফিরে আসো যেখানে তোমায়
হারিয়ে হারিয়ে আমি
অন্ধকারে পুড়ে যায় এ মন
ফিরে আসো এই তোমাতে
কি হবে জল হয়ে
যদি আকাশ মেঘহীন হয়
শব্দহীন শব্দ গানে
মেঘ গুলো মন হয়ে যায়
মনে মনে কতো ছুয়েছি যতো
আজ তুমি তোমার হলে
Hin Lyrics by Ashes :
Cholo
hariye hariye jabo
Anondo dharay
Aar ekbar cholo chute jai
Andhar rong-er aaloy
Fire asho jekhane tomay
Hariye hariye ami
Ondhokare pure jay e mon
Fire asho ei tomate
Ki hobe aaj vijiye kanna aaj brishti-te
Jodi na vejao e mon
Chokh gulo megh hoye jaay
Sari sari megh, sad ghuri ta
Jhore jaay bristir dharay