কোরবানির ঈদ

কোরবানির ঈদে গরু ছাগল জবাই করতে করতে হাত পাকে। পরে পাকা হাতে মানুষ জবাইটা ভালো জমে। জবাইয়ের জবের অভাব নেই। সিরিয়ায় গিয়ে আইসিসে যোগ দাও, যত খুশি জবাই করো। তা না হলে বাংলাদেশ তো আছেই। যত ব্লগার বাড়ছে, তত জব বাড়ছে। আল্লাহর নামে ধরো আর কাটো।

এবারের ঈদে মুসলমানের বাচ্চারা সবাই চাপাতি হাতে নেবে। আল্লাহু আকবর বলে গরু ছাগল জবাই করবে। একেকটা জবাইয়ে একেকটা নেকি। আল্লাহ তায়ালা জবাই খুব পছন্দ করেন।

Taslima Nasrin ।। তসলিমা নাসরিন