বুখারি হাদিস ১১১
মূসা (র)… আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী বলেছেনঃ ‘আমার নামে তোমরা নাম রেখ; কিন্তু আমার উপনামে (কুনিয়াতে) তোমরা উপনামে রেখ না। আর যে আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে। কারণ শয়তান আমার আকৃতির ন্যায় রুপ ধারণ করতে পারে না। যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়।’
বুখারি হাদিস ১১১
- Details
- Super User
- ০১ম খণ্ড ।। সহিহ বুখারী
- Category: ০৩ - ইল্ম অধ্যায়
- Read Time: 1 min
- Hits: 153