কার সাথে তুলনিবে,লো সুর-সুন্দরি, ও রূপের ছটা কবি এ ভব-মণ্ডলে? আছে কি লো হেন খনি,যার গর্ভে ফলে রতন তোমার মত,কহ,সহচরি গোধূলির?কি ফণিনী,যার সু-কবরী সাজায় সে তোমা সম মণির উজ্জ্বলে?--- ক্ষণমাত্র দেখি তোমা নক্ষত্র-মণ্ডলে কি হেতু?ভাল কি তোমা বাসে না শর্ব্বরী? হেরি অপরূপ রূপ বুঝি ক্ষুণ্ণ মনে মানিনী রজনী রাণী,তেঁই অনাদরে না দেয় শোভিতে তোমা সখীদল-সনে, যবে কেলি করে তারা সুহাস-অম্বরে? কিন্তু কি অভাব তব,ওলো বরাঙ্গনে,--- ক্ষণমাত্র দেখী মুখ,চির আঁখি স্মরে!