ভাষায়, ভালবাসায়
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ভাষার মধ্যে ভাষা, এবং পুনশ্চ সেই ভাষার
মধ্যে বেগনিবর্ণ ভালবাসা
জ্বলতে থাকবে, যেমন জ্বলে সুখের মধ্যে সুখ ।
একটা পাখির ভিতরদেশে আর-একটা উৎসুক
ফটিকজলের জন্য । তুমি জলের মধ্যে জল
খুঁজতে-খুঁজতে উড়িয়ে দিচ্ছ যা ছিল সম্বল ।
ভাষার মধ্যে ভাষা, এবং পুনশ্চ সেই ভাষার
মধ্যে বেগনিবর্ণ ভালবাসা ...
এই তো তুমি সন্ধ্যাবেলার চত্বরে পা ফেলে
অনেক ঘুরে এলে ।
এখন বলো, সন্ধ্যাবেলার রক্তে কি একতিলও
অন্য-কোনো রক্ত মিশে ছিল ?
ভাষার মধ্যে ভাষা, এবং পুনশ্চ সেই ভাষা...
একটা ছিল ওষ্ঠে তোমার,একটা ছিল বুকে,
সেই দুটোকে মিলিয়ে নিলেই হিসেবটা যায় চুকে
ভাষার । যদি ভাষা
নিজের রক্তে জ্বালায় বেগনিবর্ণ ভালবাসা ।