তোমার পূজার ফুল ফুটেছে

তোমার পূজার ফুল ফুটেছে
         মা গো আমার মনে।
তুমিই এসে লহ যে ফুল
         তোমার শ্রীচরণে॥
     কখন তুমি মনের ভুলে
     চরণ দিয়ে হৃদয় ছুঁলে,
কমল হয়ে ফুটল হিয়া
         তোমার পরশনে॥
  
মা গো, সেই ফুল ঠাঁই পাবে কি
                  তোমার গলার মালায়?
সে ফুল কবে রাখব তোমার
                  নিবেদনের থালায়?
     তোমার চলার পথের ধূলি
     ছেয়ে দিলাম সে ফুল তুলি
কবে তারে দলবে পায়ে
                  চলতে আনমনে॥
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম