ওরা আমার কেহ নয়

(ওরা)   আমার কেহ নয়।
        আজ এসেছে রইবে না কাল, আমার কেহ নয়।
        মা গো ওরা তোরে শুধু আড়াল করে রয়॥
(ওরা)   মোর ইচ্ছায় আসেনিকো কেহ
(ওরা)   মোর ইচ্ছায় যায় না ছেড়ে গেহ।
        এ সংসারের পান্থশালায় ক্ষণিক পরিচয়
        মা, ওদের সাথে ক্ষণিক পরিচয়॥
  যারা কেবল আছে মা গো
                মা-ভোলাবার তরে,
                নে তাদের মায়া হরে।
  (তোর) পূজারই ভোগ খায় কেড়ে মা
                পাঁচ ভূতে আর চোরে।
  (ওরা) সবাই যাবে রইবে নাকো কেউ,
                মিথ্যা ওরা ক্ষণিক মায়ার ঢেউ,
                ওদের মায়ায় তোকে ভোলার
                      ভুল যেন না হয়॥
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম