[এই কবিতাগুলি লেখকের পঞ্চদশ বৎসর বয়সে লিখিত। লিখিত হওয়ার তিন বৎসর পরে মুদ্রিত ও প্রকাশিত হয়। প্রকাশিত হইয়া বিক্রেতার আলমারীতেই পচে-বিক্রয় হয় নাই। তাহার পর আর এ সকল পুনর্মুদ্রিত করিবার যোগ্য বিবেচনা করি নাই, এখনও আমার এমন বিবেচনা হয় না যে, ইহা পুনর্মুদ্রিত করা বিধেয়। বাল্যকালে কিরূপ লিখিয়াছিলাম, তাহা দেখাইয়া বাহাদুরী করিবার ভরসা কিছুমাত্র নাই; কেন না, অনেকেই অল্প বয়সে এরূপ কবিতা লিখিতে পারে। যাহা অপাঠ্য, তাহা বালক প্রণীত হউক, বা বৃদ্ধপ্রণীত হউক, তুল্যরূপে পরিহার্য্য। অতএব কিছু পরিবর্ত্তন না করিয়া “ললিতা” নামক কাব্যখানি পুনর্মুদ্রিত করিতে পারিলাম না। “মানস” নামক কাব্যখানিতে পরিবর্ত্তন বড় সহজ নহে, এ জন্য সে চেষ্টা করিলাম না। তথাপি সামান্যরূপ পরিবর্ত্তন করা গিয়াছে।]

বাল্যরচনা

ললিতা
মানস

পুস্তকাকারে অপ্রকাশিত বাল্যরচনা

পদ্য
বিরলে বাস
জীবন ও সৌন্দর্য্য অনিত্য
হেমন্ত বর্ণনাছলে স্ত্রীর সহিত পতির কথোপকথন
শিশির বর্ণনাছলে স্ত্রী-পতির কথোপকথন
দূরদেশ গমনের বিদায়
কামিনীর প্রতি উক্তি
চন্দ্রদূত
বসন্তের নিকট বিদায়
বিচিত্র নাটক
বর্ষা বর্ণনাছলে দম্পতির রসালাপ
বিষম “বিচিত্র নাটক”
বর্ষার মানভঞ্জন
গদ্য
বর্ষাঋতু

<

Bankim Chandra Chattopadhyay ।। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়