মেরে সাইর আজব কুদরতি তা কে বুঝতে পারে।
আপনি রাজা আপনি প্রজা ভবের পরে।।


আহাদ নাম লুকায় হাদি
রূপটি ধরে আহাম্মদি
এ ভেদ না জেনে বান্দা
পড়বি ফ্যারে।।


বাজিকর পুতুল নাচায়
আপন তারে কথা কওয়ায়
জীবদেহে সাই চালায় ফেরায়
সেই প্রকারে।।


আপনারে চিনবে যেজন
ভেদের ঘরে পাবে সে ধন
সিরাজ সাই কয় লালন
কী আর বেড়াও ধুড়ে।।

Lalon Fakir ।। লালন ফকির