বল রে স্বরূপ কোথায় আমার সাধের প্যারি।
যার ভাবে হয়েছি রে দণ্ডধারী।।


কোথা সে নিকুঞ্জবন
কোথা যমুনা উজন
কোথা সেই গোপিনীগণ
আহা মরি।।


রামানন্দের দরশনে
পূর্বভাব উদয় মনে
যাব আমি কাহার সনে
সেই পুরি।।


আর কিরে সেই সঙ্গ পাব
মনের সাধ পুরাইব
পরম আনন্দে রব
ঐ রূপ হেরি।।


শ্রীগৌর ঐ দিন বলে
আকুল হই তিলে তিলে
লালন কয় সেহি নীলে
সুমাধুরী।

Lalon Fakir ।। লালন ফকির