প্রেম-পিরীতের উপাসনা।
না জানলে সে রসিক হয় না।।


প্রেম-প্রকৃতি স্বরূপ সতী
কামগুরু হয় নিজ পতি
ও মন ও রসনা অনুরাগী না হইলে
ভজন-সাধন হবে না।।


হরে মা যোগী-ঋষি মুনিগণে
বসে আছে যোগসাধনে
শুদ্ধ অনুরাগী বলে
পেয়েছে কেলে সোনা।।


প্রেমের তো বানে মধু জানে সাধনজন
শুদ্ধ অনুরাগী যারা ঊর্ধ্বদেশে গমনাগমন
ফকির লালন বলে জ্ঞানী না হইলে
নিগূঢ় তত্ত্ব জানবে না।।

Lalon Fakir ।। লালন ফকির