প্রেম-ইন্দ্রবারি অনুরাগ নইলে কি যায় ধরা।
যে বারি পরশে জীবের যাবে ভব-জরা।।


বারি মানে বার এলাহি
নাহি রে তুলনা নাহি
সহস্র দলেতে সেহি
মৃণাল গতি বহে ধারা।।


ছায়াহীন এক মহামণি
বলবো কি করে তার করণি
প্রকৃতি হয়ে তিনি
বারি সেধে অমর গোড়া।।


আসমানে বরিষণ হলে
জল দাঁড়াই মৃত্তিকা স্থলে
লালন ফকির কেঁদে বলে
মাটি চিনবে ভাবুক যারা।।

Lalon Fakir ।। লালন ফকির