পড়ে ভূত আর হোস্ নে মনরায়।
কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়।।


আলেফ হে আর মিম দালেতে
আহাম্মদ নাম লিখা যায়
মিম হরফটি নফি করে
দেখ না খোদা কারে কয়।।


আকার ছেড়ে নিরাকারে
ভজলি রে আধেলার প্রায়
আহাদে আহাম্মদ হলো
করলি নে তার পরিচয়।।


জাতে ছেফাত ছেফাতে জাত
দরবেশে তায় জানিতে পায়
লালন বলে কেঠো মোল্লা
ভেদ না জেনে গোল বাধায়।।

Lalon Fakir ।। লালন ফকির