পড় গে নামাজ জেনে শুনে।
নিয়েত বাঁধ গা মানুষ-মক্কা পানে।।


মানুষ মনস্কামনা
সিদ্ধ কর বর্তমানে
খেলছে খেলা বিনোদ কালা
এই মানুষের তিন ভুবনে।।


শতদল কমলে কালার
আসন স্বর্ণ সিংহাসনে
চৌদ্দ ভুবন ফিরায়ে নিশান
ঝলক দিচ্ছে নয়ন কোণে।।


মুরশিদের মেহেরে মোহর
যার খুলেছে সেই তা জানে
বলছে লালন ঘর ছেড়ে ধন
খুঁজিস কেন বনে বনে।।

Lalon Fakir ।। লালন ফকির