সেকি সামান্য চোরা
ধরবি কোনা কানচিতে।।
ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।


পাতালে চোরের বহর
দেখায় আসমানের উপর।
তিন তারে হচ্ছে খবর
শুভাশুভ যোগমতে।।


কোথা ঘর কি বাসনা
কে করে ঠিক ঠিকানা।
হাওয়ায় তার লেনাদেনা
হাওয়া মূলাধার তাতে।।


চোর ধরে রাখবি যদি
হৃদ-গারদ কর গে খাঁটি।
লালন কয় খুঁটিনাটি
থাকতে কি চোর দেয় ছুঁতে।।

Lalon Fakir ।। লালন ফকির