ধন্য রে রূপ সনাতন জগৎমাঝে।
উজিরানা ছাড়িয়ে সে না ডোর-কোপিন সার করেছে।।


শাল দোশালা তেজে সনাতন
কৌপীন ক্যাঁথা করিল ধারণ
অন্ন বিনে শাক ভোজন
জীবন রক্ষা করিয়েছে।।


ছাড়িয়ে লোক আলাপন
একা প্রভুর বনপথে গমন
বনপশুরে শুধায় ডেকে
কোন পথে আজ যায় ব্রজে।।


হা হা প্রভু বলিতে আকুল হয়
অঘাটা অপথে পড়িয়া রয়
লালন বলে এমনি হালে
গুরুর দয়া হয়েছে।।

Lalon Fakir ।। লালন ফকির