দেখলাম সেই অধরচাঁদের অন্ত নাই।
নিকটে যার বারামখানা হেটলে মূঢ় নাইকো উপায়।।


জলে যেমন চাঁদ দেখি
ধরতে গেলে সকল ফাঁকি
অমনি সেই অধরচাঁদটি
চাঁদের আভা নিকট দূরে ঠাঁই।।


হয়ে গগন চন্দ্রের প্রমাণ
সবাই দেখে বর্তমান
যে যেখানে চাঁদ সেখানে
ধরতে কারো সাধ্য নাই।।


ঘাট অঘাটায় জানিবা
তখনি যেন চাঁদের আভা
গুরু বিনে তাই কি চেনে
লালন কয় গুরুপদ্ম উপায়।।

Lalon Fakir ।। লালন ফকির