দিল-দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা।
ডুবলে পরে রতন পাবে ভাসলে পরে পাবে না।।


দেহের মাঝে বাড়ি আছে
সেই বাড়িতে চোর লেগেছে
ছয়জনাতে সিদ কাটিছে
চুরি করে একজনা।।


দেহের মাঝে নদী আছে
সেই নদীতে নৌকা চলছে
ছয়জনাতে গুন টানিছে
হাল ধরেছে একজনা।।


দেহের মাঝে বাগান আছে
নানা জাতের ফুল ফুটেছে
সৌরভে জগৎ মেতেছে
লালনের প্রাণ মাতলো না।।

Lalon Fakir ।। লালন ফকির