দিবানিশি থাক রে মন বাহুশারি।
রাসুল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি।।


পড়িলে আউজবিল্লা
দূরে যায় তার লানতুল্লা
মুরশিদরূপ যে করে হিল্লা
শঙ্কা যায় তারি।।


অসত অভক্তজনা
তারে গুপ্তভেদ বলো না
বলিলে সে মানিবে না
করবে অহংকারী।।


ব্যক্ত কথা সব ছফিনায়
গুপ্ত ভেদ সব দিলাম ছিনায়
অমনি মত তোমরা সবাই
দিও সবারি।।


খলিফা আউলিয়া রইলে
যে যা বোঝে দিও বলে
লালন বলে নিদানকালে
নবির নছিহত জারি।।

Lalon Fakir ।। লালন ফকির