দস্তখত নবুয়ত যাহার হবে।
কী করিবে ফানাফিল্লা সকল ভেদ জানা যাবে।।


পুসিদার ভেদ জানতে পারলে
নবুয়ত তার অমনি মেলে
কেতাব-কোরানে না পাইলে
দেল-কোরানে সব পাবে।।


বার লাখ চব্বিশ হাজার
বহিছে দেখ দম সবাকার
উনকোটি ছাপান্ন হাজার
পশমে এই দেহটি চলবে।।


এখন জুয়ো খেলায় মত্ত হয়ে
কাদিতে হবে সব হারায়ে
লালন বলে আমার ভাগ্যে
না জানি কী করিবে।।

Lalon Fakir ।। লালন ফকির