দয়াল নিতাই কারো ফেলে যাবে না।
ধরো চরণ ছেড়ো না।।


দৃঢ় বিশ্বাস করে রে মন
ধরো নিতাই চাঁদের চরণ।
পার হবি পার হবি তুফান
অপারে কেউ থাকবে না।।


হরিনাম তরনী লয়ে
ফিরছে নিতাই নেয়ে হয়ে।
এমন দয়াল চাঁদকে পেয়ে
স্মরণ কেন নিলে না।।


কলির জীবকে হয়ে সদয়
পাড়ে যেতে ডাকছে নিতাই।
ফকির লালন বলে মন চলো যাই
এমন দয়াল মিলবে না।।

Lalon Fakir ।। লালন ফকির