তুমি বা কার কে বা তোমার এই সংসারে
মিছে মায়ায় মজিয়ে মন কি করো রে।।


এত পিরিত দন্ত জিহ্বায়
কায়দা পেলে সেও সাজা দেয়।
স্বল্পেতে সব জানিতে হয় ভাব নগরে।।


সময়ে সকলই সখা
অসময় কেউ দেয় না দেখা।
যার পাপে সে ভোগে একা
চার যুগে রে।।


আপনি যখন নয় আপনার
কারে বলো আমার আমার।
সিরাজ সাঁই কয় লালন তোমার
জ্ঞান নাহি রে।।

Lalon Fakir ।। লালন ফকির