তুমি তো গুরু স্বরূপের অধীন।
আমি ছিলাম সুখে ঊর্ধ্ব দেশে
অধে এনে করলে আমায় হীন।।


তুমি মাতা তুমি পিতা
তুমি হও জ্ঞানদাতা
তুমি চক্ষু দান দিয়ে
দেখাও আমায় শুভদিন।।


আমি গুরুর করবো ভজন
তাতে বাদী হলো ছয়জন
ও সে দশে ছয়ে ষোলআনা
হলো না মোর সেইদিন।।


ভক্তি নইলে কি মন
গুরুচরণ হয় শরণ
অধীন লালন ভেবে কয়
কেমনে শুধিব গুরুঋণ।।

Lalon Fakir ।। লালন ফকির