ছার মানে মজে কৃষ্ণধনকে চেনো না।
থাক থাক ওগো প্যারী দুদিন বৈ যাবে জানা।।


কৃষ্টেরে কাদালে তুমি যত
সে তোমায় কাদাবে তত
চিরদিন তো প্রচলিত
আছে কিনা।।


যখন বলবে কোথা হরি
এনে দে গো সহচরি
এখন যে সাধিলাম হরি
তা কি মনে জান না।।


বাড়াবাড়ি হলে ক্রমে
কুঘটিত আট নাই কর্মে
লালন কয় পয় পাষাণ ঘামে
শুনে বিন্দার বন্দনা।।

Lalon Fakir ।। লালন ফকির