চাঁদ আছে চাঁদে ঘেরা।
কেমন করে সে চাঁদ ধরবি গো তোরা।।


রূপের গাছে চাঁদ ফল ধরে তায়
থেকে থেকে চাঁদের ঝলক দেখা যায়
একবার দৃষ্টি করে দেখি, ঠিক থাকে না আখি
চাঁদের কিরণে চমকে পারা।।


লক্ষ লক্ষ চাঁদ করেছে শোভা
তার মাঝে অধরচাঁদের আভা
চাঁদের বাজার দেখে, চাঁদ ঘুরানি লেগে
দেখিস যেন পাছে হোস্‍ নে জ্ঞানহারা।।


আলেক নামের শহর আজব কুদরতি
রেতে উদয় ভানু দিবসে বাতি
যেজন আলেক খবর জানে দৃষ্টি হয় নয়নে
লালন বলে সে চাঁদ দেখিছে তারা।।

Lalon Fakir ।। লালন ফকির