ঘরে বাস করে সে ঘরের খবর নাই।
চার যুগে ঘর চাবি আটা ছুড়ান পরের ঠাঁই।।


ঘর ছেড়ে বাইরে খোঁজা
বয় সে যেমন চিনির বোঝা
পায় না রে সে চিনির মজা
বলদ যেইছাই।।


কলকাঠি যার পরের হাতে
তার ক্ষমতা ত্রিজগতে
লেনাদেনা দিবারাতে
পরে পরের ভাই।।


একি বেহাত আপন ঘরে
থাকতে রতন হয় দারিদ্র্যে
দেয় সে রতন হাতে ধরে
তারে কোথা পাই।।


পর দিয়ে পর ধরাধরি
সে পর কই চিনতে পারি
লালন বলে হায় কী করি
না দেখি উপায়।।

Lalon Fakir ।। লালন ফকির